bdpostall.page.tl

অনলাইন মার্কেটিং

জেনে নিন কিভাবে ইউটিউব ভিডিও র‍্যাঙ্ক করবেন – ইউটিউব ভিডিও মার্কেটিং মেগা টিউটোরিয়াল

গুগলের সার্চ রেজাল্টে কোনও ওয়েবসাইট বা নির্দিষ্ট পেজকে প্রথমে আনতে চাইলে যেমন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করতে হয় ঠিক তেমনি ইউটিউবের সার্চ রেজাল্টে কোনও ভিডিও কে প্রথমে আনতে হলে ইউটিউব ভিডিও অপ্টিমাইজেশন করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন কোনও ভিডিও পাবলিশ করার কিছুক্ষণ পরেই সেটা গুগলের সার্চ রেজাল্টে টপ শো করছে কিন্তু সেখান থেকে আবার খুব দ্রুত হারিয়েও যাচ্ছে, সেটা হয় শুধু মাত্র প্রপার অপ্টিমাইজেশনের অভাবে।

আমি ইউটিউব ভিডিও অপটিমাইজেশন নিয়ে খুব ভাল জানি না,নিজের কাজের জন্য স্টাডি করছি আর তাই সেখান থেকে কিছুটা সবার জন্য শেয়ার করছি। আশা করি আপনাদের উপকারে লাগবে। যেকোনো পরামর্শ সমাদরে গ্রহণ করা হবে।

ইউটিউব ভিডিও অপ্টিমাইজেশন টিপস (YouTube Video Optimization Tips):

নিম্নোক্ত ফ্যাক্টগুলো তখনই কাজে লাগবে যখন আপনার ভিডিওটি ভিওয়ারকে ভ্যালু দিতে পারবে। ভিডিওটি হতে হবে সুন্দর আর ইনফরমেটিভ।

ইউটিউব ভিডিও র‍্যাঙ্কে আনতে “অনপেজ অপটিমাইজেশন ” আর “অফপেজ অপটিমাইজেশন” দুটোর গুরুত্ব রয়েছে। চলুন দেখা যাক ইউটিউব অপ্টিমাইজেশন কিভাবে করতে হয়।

এগুলোই ইউটিউব ভিডিও র‍্যাঙ্কিং এর জন্য অফপেজ অপটিমাইজেশনের কিছু কাজ।

কিছু কাজ যা ভুলেও করবেন নাঃ

* অন্য কারো ভিডিও ডাউনলোড করে সেটা আপলোড করবেন না। কিংবা কপিরাইটেড ভিডিও পাবলিশ করবেন না।

* ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেইম অ্যাকাউন্ট লগিন করা সময় নিজ থেকে View বাড়ানোর চোরা বুদ্ধি পরিহার করা উচিত। এতে চ্যানেল ব্যান খাওয়ার সমূহ সম্ভাবনা আছে!

*ইউটিউব ভিউ এর সাথে সাথে লাইক/ডিজলাইকের একটা নির্দিষ্ট অনুপাত মেইন্টেইন করে। ভুলেও নিজ থেকে এগুলো করার চেষ্টা করবেন না। এগুলো করলে ইউটিউব পুরো চ্যানেলকেই ব্যান করে দিতে পারে।




হাতে কলমে ওয়েব রিসার্চ করা শিখুন, সাথে এর মাধ্যমে অনলাইনে আয় করার সম্পূর্ণ গাইড

ওয়েব ‍রিসার্চের কাজটি খুব সহজে স্বল্প জ্ঞান দিয়েই করা সম্ভব। অথচ মার্কেটপ্লেসগুলোতে এর ডিমান্ডও অনেক বেশি। কম্পিউটার সম্পর্কে বেসিক কিছু জ্ঞান দিয়েই যে কেউ এই কাজটি করতে পারে।

জেনে নেয়া যাক, এই কাজটি করার জন্য কি কি যোগ্যতা থাকা দরকারঃ

১. ইন্টারনেট ব্যবহার করা জানতে হবে।

২. ফেইসবুক ব্যবহার করা জানতে হবে।

৩. এম এস ওয়ার্ড, এক্সেল ব্যবহার জানতে হবে।

৪. গুগলে সার্চ করতে পারতে হবে।

অবাক হচ্ছেন, শুধুমাত্র এইটুকু জ্ঞান থাকলেই এই কাজ করা সম্ভব? তাহলে নিশ্চিত সন্দেহ হতে পারে, এই কাজের মাধ্যমে আয়ের পরিমানের উপর। না আয় কম না।

 ওয়েব রিসার্চের বিষয়টি সম্পর্কে জানবঃ

কেউ তার পণ্যের প্রচারের করার জন্য সম্ভাব্য ক্রেতাদের তথ্য সংগ্রহ করার জন্যই সাধারণত ওয়েবরিসার্চটি করে থাকে। এই রিসার্চে একটি নির্দিষ্ট এলাকার সম্ভাব্য সকল ক্রেতাদের তথ্য যেমনঃ ওয়েবসাইটের ঠিকানা, প্রতিষ্ঠানের নাম, ফোন, প্রতিষ্ঠানটির লোকেশন, ফেসবুক পেজ, ইমেইল ঠিকানাসহ আরো অনেক তথ্য বায়ারের রিকোয়েরমেন্ট অনুযায়ি জোগাড় করতে হয়।

অ্যাফিলিয়েশনের মাধ্যমে যারা আয় করতে চান, তাদের জন্যও ওয়েব রিসার্চের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভাব্য ক্রেতাদের তথ্য জেনে তাদের কাছে ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে কিংবা অন্য কোন উপায়ে, নিজের পণ্যের প্রচার করাটা সহজ হয়।

 কাজটি করার পুরো প্রক্রিয়াটি দেখিঃ

বায়ার সাধারণত নির্দিষ্ট একটি এলাকার কথা এবং নির্দিষ্ঠ একটি ক্যাটাগরির কথা উল্লেখ করে বলে দেয় সেটির উপর ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যগুলো সংগ্রহ করে দিতে।

উদাহরণ হিসেবে , ওডেস্ক থেকে একজন ক্লায়েন্ট অস্ট্রেলিয়াতে পোষাক নিয়ে ব্যবসা করা সকল প্রতিষ্ঠানের তথ্য জানতে চেয়েছে। সেই ক্লায়েন্ট ১০০০টি ডাটা চেয়েছে। সে এইজন্য আমাকে পরিশোধ করবে ৫০ ডলার। এটি ফিক্সড কাজ।

এ কাজটির জন্য ওডেস্কে জব ডেস্ক্রিপশনটি কি ছিল দেখে নেই

Need web researcher to find out certain fb pages and sort out it for me according to how many likes,email,business name and so on. need high quality fast work. please contact with skype and available time on skype according to the time zone.

thanks san

কাজটি পেতে আমার ব্যবহৃত কভার লেটারটি

Hello sir,

I am very interested in this job. I am expert in this type of work. I have done many jobs like this and my employers praised me highly which you can see in my profile.

I think I am perfect for this job. And I can assure you that I will successfully complete this project.

আমার বায়ার আমাকে কাজের জন্য হায়ার করার আগে যখন আমারে ইন্টারভিউ নেয়, সেখানে তার কি কি তথ্য লাগবে, সেটা উল্লেখ করে।

তার প্রয়োজনীয় তথ্যঃ

বায়ার অস্ট্রেলিয়াতে অবস্থিত ৩ ক্যাটাগরি প্রতিষ্ঠানের তথ্য জানতে চেয়েছিল।

১। রেস্টুরেন্ট

২। ফ্যাশন/ ক্লথ

৩। ক্যাফে

‌যেই যেই তথ্য লাগবে, সেগুলো হলোঃ

ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন, ফেসবুক প্রোফাইল নাম, ফেসবুক পেজে লাইক সংখ্যা, পেজে রেটিং থাকলে সেই সংখ্যা।

এসব তথ্য জানার জন্য সে সবসময় ২টি ওয়েবসাইটের সাহায্য নিয়ে থাকে।

ওয়েবসাইটের ২টির নামঃ www.yellowpages.com এবং www.yelp.com

www.yelp.com এই ওয়েবসাইটটির মাধ্যমে কাজটিকে বুঝাবো।

উপরে স্ক্রীনশটের মার্ক:১

এর ঘরে আপনার প্রোডাক্টের নামটি লিখবেন। আমার কাজটিতে প্রোডাক্টের নাম cloth। সেজন্য সেখানে আমি এটি লিখেছি।

উপরে স্ক্রীনশটের মার্ক:২

এর ঘরে লোকেশন লিখতে হবে। সেখানে প্রথমে শহর নাম, তারপর কমা দিয়ে দেশের নাম উল্লেখ করতে হবে। যেহেতু আমার বায়ার অস্ট্রেলিয়ার কথা উল্লেখ করে দিয়েছে, সেজন্য আমি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের নাম দিয়ে আমি সার্চ করেছি।  এরপর ডান দিকের সার্চ বাটনে ক্লিক করলেই পেয়ে যাব প্রয়োজনীয় তথ্য।

উপরে স্ক্রীনশটের মার্ক:৩

তে দেখা যাচ্ছে কাংখিত সেই তথ্যগুলো। এখান থেকে প্রতিষ্ঠানগুলো নাম, ঠিকানা, ফোন নাম্বারটি পেয়েছি।

এখান থেকে প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে এমএস এক্সেলে একটি ফাইল খুলে সব সেখানে সংরক্ষন করুন।

Yelp থেকে অনেক সময় অনেক কোম্পানীর ওয়েবসাইট ঠিকানা পাওয়া যায়না। তখন কি করবেন?

সেই ক্ষেত্রে কোম্পানীটির নাম গুগলে লিখে সার্চ দিলে, সেই কোম্পানীর ওয়েবসাইটের ঠিকানা খুজে পেয়ে যাবেন। গুগলে খোজার ক্ষেত্রে কোম্পানীর নামের সাথে, শহর ও দেশের নামটি দিয়ে দিলে, খুব সহজে খুজে পাবেন। অর্থাৎ গুগল সার্চে লিখুন, comeback kid, Melbourne, Australia

বায়ারের চাহিদাতে ছিল ফেসবুক পেজের ঠিকানা, পেজে লাইক সংখ্যা, পেজের রেটিং। সেটি কিন্তু এখনও খুজে পাইনি। সেটির জন্য অন্য ধাপে যাব এবার।

যেকোন ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকেই খুজে বের করতে হবে ফেসবুক লিংক। আর ফেসবুকের পেজের লিংক পেয়ে গেলে সেখান থেকে লাইক কিংবা অন্যান্য তথ্যগুলো খুজে বের করার ব্যপারে আশাকরি বলতে হবেনা। এখানের তথ্যগুলো সংগ্রহ করে আগের এক্সসেল ফাইলে সংরক্ষণ করতে হবে। পেয়ে গেলাম এভাবে করে ১০০০ টি প্রতিষ্ঠানের ডাটা সেই বায়ারের জন্য যোগাড় করতে হবে।

এ কাজটি সম্পন্ন করার জন্য বায়ার আমাকে ১ সপ্তাহের সময় দিয়েছিল। সেই ১ সপ্তাহে কাজটি সম্পন্ন করতে আমাকে সর্বমোট ১৫ ঘন্টা কাজ হয়েছে। তার মানে ৫দিনে ১৫ ঘন্টা কাজ করে আমার আয় হয়েছে ৫০ ডলার (৪,০০০টাকা)। বাকি মাসে আরও কাজ করলে আয় আরো বেশি হবে।

 

উৎস

   
   
   

গুগোল সার্চের কিছু অসাধারন ট্রিক্স সাথে আরো কিছু আজব ট্রিক্স

গুগল সার্চের জন্য কয়েকটি ট্রিক্স

ইন্টারনেটে দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের আসটা পাকাপুক্ত করে ধরে রেখেছে গুগল। গুগলের আরো অনেক সেবা থাকলেও। সাধারনত গুগল সার্চ দিয়ে আমরা নেটে খোঁজাখুজির কাজটাই বেশি করি। তবে কিছু ট্রিক্স জানা থাকলে কাজটা আরো সহজ একে হয়ে যায়। সে রকম কয়েকটা ট্রিক্স আপনাদের সামনে তুলে ধরলাম।

যেভাবে খুজবেন কোন সফটওয়্যারের পোডাক্ট কী
নেট থেকে যে সব ফ্রি সফটয়্যারর ডাউনলোড কর পরে প্রায় দেখা যায় সেগুল ট্রায়াল ভার্শনপোডাক্ট কী ছাড়া ডাউনলোড করা সফটয়্যারটি অচল হয়ে পড়ে। গুগোল দিয়ে এই পোডাক্ট কী খুব সহযে খুজে বের করা যায়। এর জন্য পোডাক্ট কী সার্চের শুরুতে 94fbr কোডটি লিখে স্পেস দিয়ে যে সফটোয়্যারটির পোডাক্ট কী প্রয়োজন তার নাম লিখতে হবে। যেমন avast এর পোডাক্ট কী খুঁজার জন্য লিখতে হবে: 94fbr avast

ক্রেক ও কিজেন সার্চ
অনেক সময় সফটয়্যারের পোডাক্ট কী খুজেই পাওয়া যায় না। তখন ক্রেক বা কিজেনের প্রয়োজন পড়ে। গুগোল সার্চ দিয়ে ক্রেক বা কিজেনও খুঁজে পাওয়া যায় খুব সহজ ও সাধারন পদ্ধতি অনুসরন করে।
এজন্য প্রথমে যে সফটয়্যারের ক্রেক প্রয়োজন তার নাম লিখে স্পেস FBR94 কোডটি লিখতে হবে। যেমন avast এর ক্রেক খুঁজার জন্য লিখতে হবে: avast FBR94


গুগোল সার্চের কিছু অসাধারন ট্রিক্স সাথে আরো কিছু আজব ট্রিক্স

ফাইল-শেয়ারিং সাইট থেকে ফাইল সার্চ
মিডিয়াফায়ার এর মত ফাইল শেয়ারিং সাইটে সাধারনত সার্চ ইঞ্জিন থাকেনা। গুগল দিয়ে সেসব সাইটের ফাইল খুব সহযে সার্চ করা যায়। মিডিয়াফায়ারের ফাইল সার্চ দিতে চাইলে প্রথম লিখুন Site:Mediafire.com তারপর স্পেস দিয়ে ফাইল এক্সটেন্সান লিখুন; যেমন: mpeg, mp3, zip ইত্যাদি।একাধিক টাইপের ফাইল সার্চ করতে চাইলে স্পেস দিয়ে যেসব ফাইল সার্চ করা হবে সেসব ফাইলের ফাইল এক্সটেন্সান লিখতে হবে। যেমন, মিডিয়াফায়ার থেকে জেমসের অডিও গান সার্চ করতে চাইলে লিখতে হবে:
Site:mediafire.com Mp3|wma|aac|wav “james”
এভাবে যদি ভিডিও সার্চ করতে চাইলে লিখতে হবে,
asf|rm|avi|mp4|wmv|flv
ইবুক জন্য,
pdf|djvu|cbr|epub|mart|jar|lit
জিপ ফাইলের জন্য,
zip|rar|7zip|tar
আর এপ্লিকেসনের লিখতে হবে,
exe

গান সার্চ
গুগল সার্চ দিয়ে চাইলে বিভিন্ন ওয়েব সাইটের ইনডেক্স থেকে গান ডাউনলোড করা যায়। এজন্য সার্চের শুরুতে লিখবেন intitle:”index.of” তারপর প্রথম বন্ধনীর ভেতর ফাইল টাইপের নাম লিখে স্পেস গানের টাইটেল স্পেস শিল্পীর নাম লিখতে হবে। যেমন অর্থহীনের গান ডাউনলোড করতে চাইলে লিখতে হবে: intitle:”index.of”(mp3|mp4|avi) “aurtohin”

ইবুক সার্চ
গুগল দিয়ে ইবুক সার্চ করাও খুব সহজ। ইবুক সার্চের জন্য প্রথম বইয়ের নাম লিখতে হবে তারপর স্পেস দিয filetype: লিখে ই-বুকের ফাইল এক্সটেনশন লিখতে হবে যেমন, pdf, djvu, cbr, epub, mart, jar ও lit ইত্যাদি। যেমন, The God of Small Things এর জন্য লিখতে হবে The God of Small Things filetype:pdf, স্পাইডারম্যানের কমিক্স বইয়ের জন্য spiderman filetype:cbr লিখে সার্চ দিলে বিভিন্ন সাইটে থাকা ইবুকগুলো সহজেই খুজে পাওয়া যাবে।

এডভান্স সার্চ:
গুগলে অনেক সময় কোনো কিছু সার্চ দিলে উপযুক্ত রেজাল্ট পাওয়া যায় না। সেসব ক্ষেত্রে গুগলের সার্চ বক্সের পাশেই ছোট করে লেখা Advanced Search এ ক্লিক করে সার্চকে নিয়ন্ত্রিত করে প্রয়োজনীয় ফলাফল পাওয়া যায়।

এবার আসুন দেখি গুগলের কিছু অসাধারন ট্রিক্স

গুগোল দিবে ডিগবাজিঃ প্রথমে google.com এ যেয়ে টাইপ করুন do a barrel roll  তারপর ইন্টার দিয়ে অপেক্ষা করুন আর দেখুন গুগোল ক্যামনে ডিগবাজি দেয়।

গুগোলকে ভেনিস করে ফেলুনঃ কিছু বলবো না শুধু সার্চ বক্সে টাইপ করুন Zerg Rush আর তারপর দেখুন মজা।

গুগোলকে ভেঙ্গে চুরমার করে দিনঃ এজন্য আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন http://googleloco.net/ তারপর দেখুন মজা।



This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free